• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শেষ মুহূর্তে নারায়ণগঞ্জ মহানগর আ.লীগের সম্মেলন বাতিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি    

প্রকাশিত: ১৭:৫৮, ২৩ অক্টোবর ২০২২

আপডেট: ১৯:১৩, ২৩ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
শেষ মুহূর্তে নারায়ণগঞ্জ মহানগর আ.লীগের সম্মেলন বাতিল

সব প্রস্তুতি সমাপ্ত করা হলেও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মেলন শেষ মুহূর্তে বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর ওসমানী পৌর স্টেডিয়ামে এ সম্মেলন হওয়ার কথা ছিল।

রবিবার (২৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। 

সম্মেলনে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আবহাওয়া অধিদপ্তরের মতে আগামী ২৫ তারিখে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হবে। সে কারণে সম্মেলন বাতিল ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: পটুয়াখালী ঘূর্ণিঝড় সিত্রাং’র আঘাত হানার আশঙ্কা, প্রশাসনের প্রস্তুতি
 

দীর্ঘপ্রায় ৯ বছরপর এবার সম্মেলন হওয়ার কথা থাকালেও শেষে মুহূর্তে এসে বৈরী আবহাওয়ার অজুহাতে সম্মেলন বাতিল করেছে আয়োজকরা। 

এর আগে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগ থেকে ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর মহানগর রূপান্তর করেন দলের সভানেত্রী শেখ হাসিনা। এ সময় সম্মেলন নয় সভানেত্রীর সিলেকশনে কমিটির দায়িত্ব দেয়া হয় আনোয়ার হোসেন ও খোকন সাহাকে। এই সিলেকশনে সকলের সম্মতি থাকলে প্রথম সম্মেলনবিহীন কমিটির নিয়ে আলোচনা সমালোচনা ছিলো সবোর্চ্চ। দীর্ঘ দুই বছর তিন মাস পর ২০১৫ সালের ২৬ নভেম্বর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৯৫ সালে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন তৎকালীন এমপি শামীম ওসমান। তার সাধারণ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট খোকন সাহা ও সাংগঠনিক সম্পাদক ছিলেন প্রয়াত গোলাম সারোয়ার। ২০০১ সালে রাজনীতি পরিস্থিতি পরিবর্তন হওয়ায় ২০০৩ সালে শহর আওয়ামীলীগ ঘুরে দাঁড়ায়। আলী আহামদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে সম্মেলনে মাধ্যমে সভাপতি নির্বাচিত হন আনোয়ার হোসেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির। সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট খোকন সাহা। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আবু হাসনাত শহীদ মো. বাদল ও জাহাঙ্গীর আলম। তখন সভাপতি চেয়েছিলেন তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ডা. সেলিনা হায়াৎ আইভী। খোকন সাহা তাকে শহর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব দেন।

সম্মেলনের মাধ্যমে সব কমিটি হলেও ২০১৩ সালে সভানেত্রীর নির্দেশে শহর বদলে মহানগর কমিটি রূপান্তর করে কমিটি করা হয়। এরপর থেকে এই মহানগরে কোন সম্মেলন হয়নি। কারণ, এই কমিটির সভাপতি আনোয়ার হোসেন ও প্রথম সদস্য শামীম ওসমান সভানেত্রীর পছন্দের মানুষ। তাদের সঙ্গে  তৎকালীন নাসিক মেয়র ডা. আইভীকে স্থান দেয়নি। অনেক পরে শহর বদলে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি করা হয়।

শামীম ওসমান ও ডা. সেলিমা হায়াৎ আইভীদলের শীর্ষ নেতা জানান, আওয়ামীলীগের কর্ণধার হলেন দলের সভানেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আদর্শে গড়া এই দলের সভানেত্রী শেখ হাসিনার নিদের্শে আমরা রাজনীতি করি। তিনি যখন যাকে সেখানে ভালো মনে করবেন, তাকে তিনি সেখানে দিবেন-আমরা তার পিছনে থাকবো। সম্মেলন না সিলেকশন কমিটি হবেন, এটা শুধু তিনি (সভানেত্রী) বলতে পারবেন। কারণ বড় দল কাউকে কোন স্থানে পদ দিতে না পারলে কেন্দ্রীয় বা মহানগর কমিটিতে তার ঠাঁই হতে পারে। সে কারণে মহানগর কমিটি পরে ঘোষণা দেওযা হতে পারে।  

আওয়ামীলীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আযম বলেছেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ কমিটি সম্মেলনে মাধ্যমে কমিটি গঠন করা হবে। মহানগর কমিটি ব্যাপারে এখানো সভানেত্রী সঙ্গে আলাপ হয়নি। তিনি, যেভাবে বলবেন আমরা সেভাবে কমিটির গঠনে প্রস্তুত রয়েছি।

আরও পড়ুন: রাজপথে নামার ঘোষণা দিলো ওলামা-মাশায়েখ

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2