সিত্রাং কাণ্ড: ২৭ ঘণ্টা পর আবার চালু মোংলা বন্দরের কার্যক্রম

সিত্রাং কাণ্ডের পর পুনরায় চালু হয়েছে মোংলা বন্দরের পণ্য খালাসের কার্যক্রম। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালের পালা থেকে পুনরায় পণ্য খালাস কার্যক্রম শুরু হয়।
এর আগে ঘূর্ণিঝড় ‘সিত্রাং এর প্রভাবে মোংলা উপকুলীয় এলাকায় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক ৪ নম্বর সংকেত জারির পর সোমবার (২৪ অক্টোবর) রাতে মোংলা বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন মোহাম্মদ শাহীন মজিদ জানান, ঘূর্ণিঝড় সিত্রাং এর কারনে মোংলা বন্দরে প্রায় ২৭ ঘণ্টা পণ্য বোঝাই-খালাস বন্ধ ছিলো। তবে সিত্রাং এ বন্দরের কোন ক্ষয়ক্রতি হয়নি বলে জানান তিনি।
এদিকে বন্দরের হারবার বিভাগ সুত্রে জানা যায়, মোংলা বন্দরে মঙ্গলবার সকাল পর্যন্ত ১১ টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এর মধ্য থেকে ৩ টি জাহাজ পণ্য খালাস শেষে আজ বন্দর ত্যাগ করবে। পণ্য খালাসের জন্য আরো ২টি জাহাজ আজ বন্দরে আসবে।
মন্তব্য করুন: