সিত্রাংয়ের তাণ্ডব, তলিয়েছে আড়তের পণ্য

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে দেশের সর্ববৃহৎ ভোগ্যপণের বাজার খাতুনগঞ্জে জোয়ারের পানিতে তলিয়ে গেছে শতাধিক আড়তের পণ্য। এতে শত কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন সেখানকার ব্যবসায়ীরা। মধ্য রাতে মালামাল রক্ষায় প্রাণান্ত চেষ্টা করেও সব রক্ষা করতে পারেননি অনেকে।
সিত্রাংয়ের প্রভাবে প্রায় শতাধিক খাদ্য গুদাম ও আড়তে জোয়ারের পানি প্রবেশ করায় পেঁয়াজ, আদা, রসুনসহ বিভিন্ন নিত্যপণ্যের বস্তা ডুবেছে। নষ্ট হয়েছে অনেক ভোগ্যপণ্য।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালের দিকে মূল সড়ক থেকে পানি নেমে গেলেও দোকানগুলোর ভেতর এখনও পানি জমে আছে। যা পরিষ্কার করার চেষ্টা করছেন সেখানকার শ্রমিকরা।
ব্যাবসায়ীদের দাবি, এর আগেও জোয়ারের পানি বৃদ্ধি পেলে তলিয়ে গেছে এসব এলাকা। ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকায় জোয়ারের পানি ঢুকে পড়ছে ব্যবসা প্রতিষ্ঠানে।
ঘূর্ণিঝড় সিত্রাং এর ফলে অত্যধিক জোয়ারের কারণে শতকোটি টাকার পণ্য নষ্ট হয়েছে দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারী বাজার খাতুনগঞ্জের ব্যাবসায়ীদের । শুধুমাত্র ঘূর্ণিঝড় নয়, জোয়ারের পানিতে প্রায়শই তলিয়ে যায় দেশের বৃহত্তম ভোগ্যপণৈর এই পাইকারী বাজার। তাই বারবার ক্ষতি থেকে বাঁচতে জোয়ারের পানি আসা বন্ধে স্লুইস গেইট এর নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি ব্যবসায়ীদের।
বিভি/রিসি
মন্তব্য করুন: