• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার পর পা কেটে নিল দুর্বৃত্তরা

পিরোজপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৪৩, ৩১ অক্টোবর ২০২২

আপডেট: ১৬:৪৫, ৩১ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার পর পা কেটে নিল দুর্বৃত্তরা

পিরোজপুরের ভান্ডারিয়ার শিয়ালকাঠীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মো. মামুন হাওলাদার (৪৫) কে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। 

সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে ভান্ডারিয়ার উপজেলার উত্তর ভিটাবাড়িয়া আজহারিয়া দাখিল মাদরাসার কাছে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুন মোটর সাইকেলে করে শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদে যাবার পথে উত্তর ভিটাবাড়িয়া আজহারিয়া দাখিল মাদরাসার কাছে এলে সন্ত্রাসীরা তার গতি রোধ করে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা তার বাম পা কেটে নিয়ে যায়। এ সময় মোটরসাইকেল চালক সজল দৌড়ে পাশের মাদরাসায় আশ্রয় নিলে শিক্ষকরা ঘটনা শুনে সেখানে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। ঘটনাস্থলেই মারা যায় সে। পরে লাশ উদ্ধার করে পুলিশ ।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

বিভি/রিসি

মন্তব্য করুন: