পাথরঘাটার জেলেদের বিষফোড়া বরফ সংকট

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ২৮ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ শিকার। ইলিশ শিকার শুরু হলেও বরগুনার পাথরঘাটার কয়েকশ ট্রলার এখনো মাছ শিকারে যেতে পারেনি বরফ সংকটের কারণে। এদিকে বরফ কল মালিকরা বলছেন লোডশেডিং এর কারণেই বরফ সংকট তৈরি হয়েছে। বিদ্যুৎ বিভাগ বলছে ইতিমধ্যেই সমস্যা সমাধানে কাজ করছেন তারা।
বরগুনার পাথরঘাটা উপজেলার বিএফডিসি মৎস্যঘাটের খালে নোঙ্গর করে গভীর সমুদ্রে যাওয়ার অপেক্ষায় আছে এফবি এলাহী নামের এই ফিশিং ট্রলারটি। সাগরে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেও বরফ না পেয়ে ২৮ অক্টোবর মধ্যরাত থেকেই অপেক্ষায় আছে ট্রলারটি। সঠিক সময়ে সাগরে না যাওয়ার ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পাশাপাশি সাগরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে ট্রলারটির জেলেদের।
শুধু এফবি এলাহী ফিশিং ট্রলারই নয়। পাথরঘাটার বিএফডিসি মৎস্যঘাটের খালে এভাবে শত শত ট্রলার নোঙর করে আছে বরফের অপেক্ষায়। কাঙ্খিত বরফ মিললেই ট্রলারগুলো সাগরে যেতে পারবে মৎস্য শিকারে। তবে বরফ সংকট তৈরি হওয়ার কারণে বরফ কল মালিকরাও বরফের দাম বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। তাই কিছু কিছু ট্রলারের কপালে বরফ জুটলেও কিনতে হচ্ছে চড়া দামে।
বিদ্যুৎ সংকটের কারণেই বার বার বরফ তৈরি ব্যাহত হওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। তাই বাধ্য হয়েই বরফের দাম বাড়াতে হয়েছে বলে দাবি করছেন বরফ কল মালিকরা।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বৈদ্যুতিক লাইনে সমস্যা হওয়ায় সাময়িক সময়ের জন্য সমস্যা তৈরি হয়েছে। যা ইতোমধ্যেই ঠিক করা হয়েছে দাবি বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তার। সেই সাথে মূল গ্রীডে বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ সচল থাকে বলেও দাবি করছেন তিনি।
বরফ সংকট কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে জেলেরা গভীর সমুুদ্রে মাছ শিকারে যেতে পারবে এমনটাই প্রত্যাশা উপকূলীয় জেলেদের।
বিভি/রিসি
মন্তব্য করুন: