উপনির্বাচনে চার ঘণ্টায় ভোট পড়েছে ১০টি

ফাইল ছবি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে একটি কেন্দ্রের একটি কক্ষে চার ঘণ্টায় ১০টি ভোট পড়েছে। এটি ৩৮ নম্বর দক্ষিণ পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অবস্থা।
বুধবার (২ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল কম। ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে। দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রের ১ নম্বর কক্ষে ৩৮৯ ভোটারের মধ্যে ২৮ ভোট, একই কক্ষের ৩৮৭ ভোটারের মধ্যে ২৩ ভোট, ৭ নম্বর কক্ষে ৩৯০ ভোটারের মধ্যে ১০ ভোট, ৩ হাজার ৯৯১ ভোটের মধ্যে ১৬ ভোট এবং ৯ নম্বর কক্ষের ৩৮৮ ভোটের মধ্যে ১১ ভোট, একই কক্ষের ৩৯০ ভোটের মধ্যে ২০ ভোট পড়েছে।
দক্ষিণ পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পোলিং অফিসার বলেন, ‘উপনির্বাচনে ভোটারদের আগ্রহ খুবই কম। তাই কেন্দ্রে ভোটার কম। কেন্দ্রে শুধু নৌকা প্রতীকের এজেন্ট রয়েছে। আর কোনো প্রার্থীর এজেন্ট নেই।’
দক্ষিণ পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘নৌকা প্রার্থীর এজেন্টসহ অন্যান্য প্রার্থীদের এজেন্ট থাকার জন্য ছবি ও আইডি দিয়েছে। কিন্তু নৌকার এজেন্ট ছাড়া আর কোনো এজেন্ট কেন্দ্রে আসেনি। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম রয়েছে।’
নগদা শিমলা ইউনিয়ন নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, ‘ভোটারদের রাস্তায় আটকিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রে আসতে পারছেন না। তাদের ভয় দেখানো হচ্ছে।’
প্রসঙ্গত, গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান সোহেল ও আনারস প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা আঙ্গুর নির্বাচনে অংশ নিয়েছেন। এ ইউনিয়ন ছাড়াও সদস্য পদে ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এবং মধুপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিভি/এইচএস
মন্তব্য করুন: