• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাগেরহাটে ২৫০‌টি কচ্ছপ উদ্ধার, তিন ব্যবসায়ীর কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৯, ১৮ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
বাগেরহাটে ২৫০‌টি কচ্ছপ উদ্ধার, তিন ব্যবসায়ীর কারাদণ্ড

বা‌গেরহা‌টের ফ‌কিরহা‌টে ২৫০টি কচ্ছপসহ তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে ফকিরহাট উপজেলার শুভদিয়া এলাকায় র‌্যাব-৬ ও ফকিরহাট উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে এই ব্যবসায়ীদের আটক করে। তাদের কাছ থেকে ২৫০টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের ৬ মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। উদ্ধার করা কচ্ছপ বন্যপ্রাণি সংরক্ষন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দেন। এসময় ‌র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি পহন চাকমা উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা এলাকার নুর মোহাম্মাদের ছেলে মো. ম‌নিরুজ্জামান (৩৭), সোহরাব হোসেনের ছেলে মো. আ‌রিফুল ইসলাম (৩৮) এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খড়িবুনিয়া গ্রামের মৃত বিনয় রায়ের ছেলে দিলীপ রায় (৩৫)।

নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ কে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়ে ২৫০টি কচ্ছপসহ তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বন্যপ্রাণী সংরক্ষন আই‌নে ৬ মা‌স করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রা হয়েছে। এছাড়া উদ্ধার করা কচ্ছপগুলোকে বন্যপ্রাণি সংরক্ষন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

বিভি/এমএইচ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2