রাজশাহীতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলো ২০০ মানুষ

রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকার একটি গাড়ির ওয়ার্কশপে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) ভোর ৪টার দিকে কার-কেয়ার সেন্টারে লাগা আগুন পাশের ১২তলা ভবনের দ্বিতীয় তলার কমিউনিটি সেন্টারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৬টায় আগুন নিভিয়ে ফেলে। ওই ভবনে ৫০টি পরিবারের প্রায় ২০০ মানুষ বসবাস করলেও তারা দ্রুত নিচে নেমে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে গাড়ির ওয়ার্কশপে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। আগুন পাশের ১২তলা ভবনের দ্বিতীয় তলায় গ্রান্ড তোফা কমিউনিটি সেন্টারে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটকে ডাকা হয়। তাদের সহযোগিতায় ভবনের সকলকে নিরাপদে নিচে নামানো হয়। এ সময় ওয়ার্কশপে থাকা দুইটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশের রাস্তায় পড়ে। গ্যারেজে থাকা চারটি প্রাইভেট গাড়ি আগুনে পুড়ে যায়।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট—সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে গাড়ির ওয়ার্কশপের দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
তিনি বলেন, আগুন পাশের ১২তলা ভবনের দ্বিতীয় তলার কমিউনিটি সেন্টারে ছড়িয়ে পড়লে সেখানকার সব আসবাবপত্র পুড়ে যায়।
বিভি/টিটি
মন্তব্য করুন: