ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে এসএসসিতে শতভাগ পাশ

প্রতি বছরের ন্যায় এবারও এসএসসি সমমান পরীক্ষায় শতভাগ পাশ করায় আনন্দ উল্লাসে মেতে উঠেছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের পুরো ক্যাম্পস।
সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ফল প্রকাশের পর থেকেই প্রতিষ্ঠানটির চত্ত্বরে উল্লাসে মাতেন শিক্ষক, শিক্ষার্থীসহ অবিভাবকরা।
শতভাগ পাশ করায় সকলকে অভিনন্দন জানান অধ্যক্ষ লে.কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিএস সি।
তথ্য অনুযায়ী, এবছর প্রতিষ্ঠানটির বাংলা ও ইংলিশ ভার্সন মিলে এসএসসি পরীক্ষার্থী ছিলো ২৬৫ জন। বাংলা ভার্সনে ‘এ’ প্লাস পেয়েছে ২৪০ জন এবং ইংলিশ ভার্সনে ‘এ প্লাস’ ২৫ জন পেয়েছেন । ‘এ’ পেয়েছে ৩৪ জন।
এসময় কলেজের উপাধ্যক্ষসহ বাংলা ও ইংলিশ ভার্সনের শিক্ষক, ছাত্র/ছাত্রী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।
নীলফামারী জেলার ২০হাজার ৬০৭জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬হাজার ৮৭৮জন। জেলায় পাসের হার শতকরা ৮১.৯০ভাগ। উত্তীর্ণদের মধ্যে ২হাজার ৭৯৬জন জিপিএ পাঁচ পেয়েছে। ১০হাজার ৩৮৭জন পুরুষ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮হাজার ৪৯৫জন এবং ১০ হাজার ২২০জন নারী পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮হাজার ৩৮৩জন। ছেলেদের পাসের হার ৮১.৭৮ ভাগ হলেও মেয়েদের পাসের হার ৮২.০৩ভাগ।
বিভি/রিসি
মন্তব্য করুন: