• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আকাশে আগুন লেগে নেপালের বিমান চট্টগ্রামে জরুরি অবতরণ

প্রকাশিত: ২১:১৬, ৩০ নভেম্বর ২০২২

আপডেট: ২২:৩৩, ৩০ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
আকাশে আগুন লেগে নেপালের বিমান চট্টগ্রামে জরুরি অবতরণ

প্রতীকী ছবি

নেপালের কাঠমান্ডু থেকে ব্যাংকক যাবার পথে রয়েল নেপাল এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরী অবতরণ করেছে। বুধবার (৩০ নভেম্বর) সন্ধে পৌনে ছ'টার দিকে ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। 

শাহ আমানত বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ককপিটে ফায়ার এলার্ম পেয়ে ফ্লাইটটি চট্টগ্রামে জরুরী অবতরণের সিদ্ধান্ত নেয় পাইলট। তাৎক্ষনিক চট্টগ্রাম বিমানবন্দরের কন্ট্রোলরুমে যোগাযোগ করলে ফ্লাইটিকে জরুরী অবতরণের অনুমতি দেওয়া হয়। 

অবতরণের পর উড়োজাহাজ থেকে সব যাত্রীকে নামিয়ে ফ্লাইটের সব কিছু পরীক্ষা করে দেখা হয়। তবে শেষ পর্যন্ত বিপদজনক কিছু পাওয়া যায়নি। 

ফ্লাইটটিতে মোট ১৫০ জন যাত্রী এবং ৯ জন ক্রু ছিল। রাত ১১টায় চট্টগ্রাম বিমানবন্দর থেকে ফ্লাইটটি ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা রয়েছে।

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2