• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আর্জেন্টিনার জয়ের পর আতশবাজি ফোটাতে গিয়ে হাসপাতালে সমর্থক

প্রকাশিত: ১৭:৩১, ১ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
আর্জেন্টিনার জয়ের পর আতশবাজি ফোটাতে গিয়ে হাসপাতালে সমর্থক

প্রতীকী ছবি

বিশ্বকাপে আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ ঘিরে পুরো বিশ্ব তাকিয়ে ছিল। ওই খেলা উপভোগ করেছে কোটি কোটি মানুষ। এর রেষ ছড়িয়ে পড়েছিল দেশের আনাচে-কানাচে। ঘটেছে কিছু অপ্রীতিকর ঘটনাও।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় জয়োল্লাস করতে গিয়ে আতশবাজি ফোটাচ্ছিলেন সমর্থকরা। তখন আহত হয়েছেন আর্জেন্টিনার এক সমর্থক।

বুধবার (৩০ নভেম্বর) গভীর রাতে দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুর গ্রামের টাওয়ার পাড়ায় ওই ঘটনা ঘটে। আহত মাসুম হোসেন চান্দু (২০) একই এলাকার আমিরুল ইসলামের ছেলে। 

চান্দুর বন্ধু আতিক বলেন, আমরা আর্জেন্টাইন ভক্ত। বুধবার রাত ১টায় আর্জেন্টিনা-পোল্যান্ডের খেলা উপলক্ষে বাড়ির সামনে আতশবাজি ফুটিয়ে আনন্দ করছিলাম। এ সময় চান্দুর হাতেই একটি আশতবতি ফেটে যায়। এতে আহত হয় চান্দু। পরে চান্দুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারভিন অনিক জানান, চান্দুর হাতের তালুর আংশিক ক্ষতবিক্ষত হয়েছে। হাতের দুটি আঙুলের শিরা বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইসএম লুৎফুল কবীর জানান, আর্জেন্টিনা-পোল্যান্ডের খেলা উপলক্ষে সমর্থকেরা আনন্দ করছিল। এসময় আতশবাজি ফোটানোর সময় এক আর্জেন্টাইন সমর্থক আহত হয়েছে বলে জেনেছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: