নীলফামারীতে পরীক্ষা বাতিলের দাবি পরীক্ষার্থীদের

নানা অনিয়মের মধ্য দিয়ে নীলফামারী সদর উপজেলার দুহুলী দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের একটি পদে লোক দেখানো পরীক্ষা নিয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছেন ডিজি প্রতিনিধিসহ নিয়োগ কমিটির সদস্যরা।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে দশ টায় নীলফামারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কম্পিউটার ল্যাব অপারেটর পদের বিপরীতে ৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। আগে থেকেই ২ নং পরীক্ষার্থী সুইট রায়কে নির্বাচিত করে।
পরীক্ষা চলাকালীন প্রবেশপত্রে পরীক্ষার্থীদের ছবি অনুপস্থিতসহ ল্যাবে ব্যাবহারিক পরীক্ষা না নিয়ে শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমেই ২ নং পরীক্ষার্থী সুইট রায়কে প্রথম করে শেষ করেন ডিজি প্রতিনিধি নীলফামারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি আসরাফী।
আগে থেকেই কমিটির নির্ধারিত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে বলে অভিযোগ করেন পরীক্ষার্থীরা। সেইসাথে একটি মাত্র পদে প্রায় ১৩ লাখ টাকা বাণিজ্য হয়েছে বলেও জানান তারা।
তবে অনিয়মের বিষয়ে কোনো সৎ উত্তর দিতে পারেনি দুহুলী দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ও সভাপতি আব্দুল গফুর। নিয়োগ বিধির তোয়াক্কা না করেই পরীক্ষা সম্পন্ন করেছেন তারা। তাই এ নিয়োগ পরীক্ষাকে বাতিলের দাবি পরীক্ষার্থীদের।
বিভি/রিসি
মন্তব্য করুন: