ছাত্রলীগ নেতা নিখোঁজ: রাজস্থলীতে ৩৬ ঘণ্টার হরতাল-অবরোধ চলছে

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় নিখোঁজ ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের উদ্ধারের দাবী মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬ পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচী চলছে।
সকাল থেকে রাজস্থলী ও বাঙ্গালহালিয়া ইউনিয়নে সকল দোকান পাঠ বন্ধ রয়েছে। অবরোধের কারণে রাজস্থলী-রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বাঙ্গালহালিয়ার সচেতন নাগরিক কমিটির ডাকে এ হরতাল অবরোধ কর্মসূচী পালিত হচ্ছে। নাগরিক কমিটির নেতাকর্মীরা রাস্তায় পিকেটিং করছে।
নিখোঁজ সালাউদ্দিন রাজস্থলী উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি রাজস্থলীর বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর শিবির এলাকার মৃত মজিবুর রহমান মেম্বারের ছেলে।
গত ৪ ডিসেম্বর সকালে সালাউদ্দিন তার বন্ধুর সঙ্গে উপজেলা সদরে গিয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ৫ ডিসেম্বর রাতে তার পরিবার থেকে রাজস্থলী থানায় সাধারণ ডায়েরি (ডিজি) করে। এদিকে নিখোঁজ ছাত্রলীগ নেতা সালাউদ্দিনকে উদ্ধারের দাবীতে গত দুই সপ্তাহ ধরে বাঙ্গালহালিয়ার সচেতন নাগরিক কমিটির ব্যানারে স্থানীয় জনগণ আন্দোলন শুরু করে।
বিভি/এনডি/এইচএস
মন্তব্য করুন: