• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ত্রিপুরাদের বর্ষবরণ অনুষ্ঠান ‘ত্রিং বিসি কাতাল’ উদযাপন

প্রকাশিত: ১৯:১৩, ২২ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
ত্রিপুরাদের বর্ষবরণ অনুষ্ঠান ‘ত্রিং বিসি কাতাল’ উদযাপন

ত্রিপুরাদের বর্ষবরণ অনুষ্ঠান ‘ত্রিং বিসি কাতাল’ উদযাপন

খাগড়াছড়ির দীঘিনালায় নানা অনুষ্ঠান মালার মধ্যদিয়ে পাহাড়ের অন্যতম বৃহৎ জনগোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায়ের বর্ষবরণ অনুষ্ঠান ‘ত্রিং বিসি কাতাল’ অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন, খাগড়াছড়ি ২৯৮ নং আসন  থেকে নির্বাচিত সাংসদ শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরার সহধর্মিণী মল্লিকা ত্রিপুরা। 

পরে ত্রিং বিসি কাতাল এর শোভাযাত্রাটি দীঘিনালা ডিগ্রী কলেজ চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলার লারমা স্কোয়ারে প্রদক্ষিণ শেষে থানা বাজার হয়ে পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি সমাবেশে জাতীয় ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের পতাকা উত্তোলনের পর প্রদীপ প্রজ্জলন করেন। এসময় ত্রিপুরাদের ঐতিহ্যবাহী রিসা দিয়ে  অতিথিদের বরণ করা হয়। 

আলোচনা সভায় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের দীঘিনালা আঞ্চলিক শাখার সভাপতি ঘনশ্যাম ত্রিপুরা সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলমের সহধর্মিণী মারজিয়া বিনতে আলম। কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা এবং ‘ত্রিপুরা কল্যাণ সংসদের দীঘিনালা আঞ্চলিক কমিটির ‘সাহিত্য ও  প্রকাশনা বিষয়ক সম্পাদক খোকন বিকাশ ত্রিপুরাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক  উপদেষ্টা রঞ্জিত নারায়ণ ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  স্নেহাশিষ ত্রিপুরা, ভারপ্রাপ্ত সভাপতি বিবিসুর ত্রিপুরা, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি রানী ত্রিপুরা ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের দীঘিনালা আঞ্চলিক কমিটির সভাপতি রেনী ত্রিপুরা।  


 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2