নওগাঁয় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁ সদর হাসপাতাল স্টাফ কোয়ার্টার এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
সদর হাসপাতাল স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা শাহনেওয়াজ জানান, গত কয়েকদিন থেকে যুবক এই এলাকায় ঘুরাফেরা করছিল। সে সময় আমাদের মনে হয়েছিল তিনি মানসিক ভারসাম্যহীন। বুধবার রাতে এলাকাবাসী স্টাফ কোয়ার্টারের সামনে এই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসীর সহযোগিতায় মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনও ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন সম্পন্ন করা হবে। এবং নাম-পরিচয় শনাক্ত করতে সব ধরনের চেষ্টা করা হবে।
বিভি/বিএইচ/এইচএস
মন্তব্য করুন: