• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মা, ছেলে বেছে নিলো এ কেমন অন্ধকার পথ

প্রকাশিত: ১৪:৩৫, ৫ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
মা, ছেলে বেছে নিলো এ কেমন অন্ধকার পথ

নীলফামারী সদর উপজেলায় ১০০ বোতল ফেনসিডিলসহ মা এবং সৎ-ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বাদিয়ার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দক্ষিণ গুরামারী এলাকার মনজুর আলম খোকার স্ত্রী মমিনা খাতুন এবং তার সৎ ছেলে মো. আব্দুল খালেক রনি। 
 
জানা যায়, হাতিবান্ধা থেকে ফেনসিডিলের একটি বড় চালান ঢাকায় নিয়ে যাওয়া হবে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হাতে থাকা ব্যাগের ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত মমিনা খাতুন এবং রনি সৎ মা ও ছেলে বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: