• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু, বিক্ষুব্ধ জনতা আগুন দিলো মাইক্রোবাসে

প্রকাশিত: ১৭:১৭, ৬ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু, বিক্ষুব্ধ জনতা আগুন দিলো মাইক্রোবাসে

রাজশাহীতে মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকা—রাজশাহী মহাসড়কে পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় মৃত তরুণের নাম বাচ্চু ইসলাম। সে বিড়ালদহ দরগাপাড়া এলাকার ইমরান আলীর ছেলে। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা হাইস মাইক্রোবাসটি ভাংচুর ও অগ্নি সংযোগ করে।
 
স্থানীয়রা জানায়, নাটোরের দিক থেকে মাইক্রোটি রাজশাহীর দিকে আসছিল। এ সময় বিড়ালদহ মাজারের সামনে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে দুর্ঘনাস্থলেই বাচ্চু ইসলামের মৃত্যু হয়। 
দুর্ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা মাইক্রোবাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক মেহেদী হাসানকে আটক করা হয়েছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2