নড়াইলে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী সুলতান মেলা

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী সুলতান মেলা। ৭ জানুয়ারি (শনিবার) বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশীদ।
উদ্বোধনের আগে এসএম সুলতান কমপ্লেক্স থেকে র্যালি শুরু হয়ে সুলতান মঞ্চ চত্ত্বরে এসে শেষ হয়। পরে সুলতান মঞ্চে জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু প্রমুখ।
জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ১৪ দিনব্যাপী এ মেলায় থাকছে আলোচনা সভা, বিভিন্ন গ্রামীন খেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান। মেলার সমাপনী অনুষ্ঠানে দেশবরেণ্য একজন চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন পণ্যের শতাধিক স্টল বসেছে এ মেলায়। আগামী ২০ জানুয়ারি শেষ হবে সুলতান মেলা।
বরেণ্য শিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: