লালমনিরহাটে শীতের দাপট

লালমনিরহাটে শীতের প্রকোপে কাহিল হয়ে পড়েছে মানুষ। ভোর থেকেইে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে সড়ক ও কৃষি জমি। ফলে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বিপাকে পড়েছেন।তিস্তাও ধরলা পাড়ের মানুষের দুর্ভোগ আরো চরমে।
হিমেল হাওয়া আর হার কাঁপানো শীতে বেড়েছে ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত রোগের প্রাদুর্ভাব। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রতিদিন অসংখ্য শীতজনিত রোগী হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক ও নার্সিং হোমগুলোতে ভিড় জমাচ্ছেন।
এদিকে, অনেকটাই কর্মহীন হয়ে পড়েছে শ্রমিক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। শীতবস্ত্রের অভাবে তারা আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণ করছেন। সময় মতো কৃষিকাজেও বের হতে পারছেন না।
অন্যদিকে আজ লালমনিরহাটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস বলে জানা যায়।
বিভি/রিসি
মন্তব্য করুন: