• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাঘের শীতে কাঁপছে শ্রীমঙ্গল

প্রকাশিত: ১১:৩০, ২০ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
মাঘের শীতে কাঁপছে শ্রীমঙ্গল

কথায় আছে, মাঘের শীত বাঘের গায়েও লাগে। তবে বাঘ কাঁপছে কি না, সেটা জানা না গেলেও মাঘের শীতে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মানুষ যে কাঁপছে সে খবর মিলেছে।

শুক্রবার (২০ জানুয়ারি) ভোর ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিস ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।

তীব্র শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। ফলে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। ভোর থেকেই এলাকার বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সকাল ৬টার দিকে তাপমাত্রা ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবারের শীতে এখন পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা। তবে ভোরেই সূর্যের মুখ দেখা গেছে। ঘন কুয়াশা না থাকলেও কনকনে ঠান্ডা বাতাস বইছে। সারা জেলায় মৃদু শৈত্যপ্রবাহের কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে কনকনে ঠান্ডা বাতাসে খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। সবচেয়ে বেশি শীতে দুর্ভোগে আছেন পাহাড় বেষ্টিত চা বাগান ও হাওড় এলাকার মানুষ।

বিভি/টিটি

মন্তব্য করুন: