বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বন্য হাতির আক্রমণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে মোহাম্মদ আলম (৫০) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বাইশারীর করলিয়ামুড়া সোহেল রানার রাবার বাগান নামক স্থান থেকে উলফুল (ফুলের ঝাড়ু) সংগ্রহ করে নিজ বাড়িতে ফেরার পথে মোহাম্মদ আলম নামে এক কৃষকের বন্য হাতির আক্রমণের শিকার হয়। এসময় একটি বন্য হাতির পায়ের নিচে পিষ্ট করে মেরে ফেলে। দুপুরে তাঁর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন নিজ বাড়িতে নিয়ে আসে। নিহত মোহাম্মদ আলম বাইশারীর উত্তর করলিয়া মুড়া ৪ নং ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে।
এবিষয়ে বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, ভোরে মোহাম্মদ আলম ব্যক্তি উলুফুল (ঝাঁড়ু) সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। ফেরার পথে একটি বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে সে মারা যায়। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।
বিভি/এইচএ/এইচএস
মন্তব্য করুন: