বন্যপ্রাণী পাচারকালে আটক চার

চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যপ্রাণী পাচারকালে ৪ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয় পাচারের জন্য খাঁচায় বন্দী রাখা দুটি লজ্জাবতী বানর ও একটি পেঁচা।
পুলিশ জানায়, দুপুরে বান্দরবানের আলীকদম থেকে মোটরসাইকেল যোগে খাঁচায় আটকে প্রাণীগুলো লোহাগাড়ায় বিক্রির উদ্দেশ্যে আসে পাচারকারিরা। যা ক্রয়ের জন্য আমিরাবাদের বার আউলিয়া বিশ্ববিদ্যালয় গেইটে অপেক্ষায় ছিলো আরও দুজন।
গোপন তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান সনাক্ত করা হয়। পরে বিক্রির সময় চারজনকেই আটক করা হয় বলে জানায় লোহাগাড়া থানা পুলিশ।
এ ঘটনায় জব্দ করা হয় পাচারকারীদের বহনকৃত দুটি মোটরসাইকেল। পরে উদ্ধার করা বন্যপ্রাণীগুলো বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
বিভি/এসপি/এইচএস
মন্তব্য করুন: