চুরির অভিযোগে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক ৪

রাজশাহীতে চুরির অভিযোগে দুই নির্মাণ শ্রমিককে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। জড়িত অভিযোগে আটক করা হয়েছে চারজনকে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করছিলেন চার শ্রমিক। সেসময় ১০ লাখ টাকা চুরির অভিযোগে দুই শ্রমিককে খুঁটিতে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে বেদম মারধর করে মালিকপক্ষ। চুরির স্বীকারোক্তি আদায়ে রাত পর্যন্ত ওই দুই শ্রমিকের ওপর চলে বর্বর নির্যাতন। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় দুই শ্রমিক রেজাউল ইসলাম ও রাকিবুল ইসলামকে।
হাসপাতালে নেওয়ার আগেই রেজাউল মারা গেছেন বলে চিকিৎসক জানান। আর রাকিবুলের মৃত্যু হয় হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই।
নিহত রেজাউল ইসলাম নওগাঁ জেলার মান্দা থানার সুগনিয়া গ্রামের ও রাকিবুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় বোয়ারিয়া থানায় মামলা হলে খাদ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানি মডার্ন ফুডের মালিক আব্দুল মালেক হাজীর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বিভি/টিটি
মন্তব্য করুন: