জানা গেল উপহারের গাড়িটা যেখানে রেখেছেন হিরো আলম

উপনির্বাচনে প্রার্থীতা হওয়ার পর হবিগঞ্জের এক শিক্ষক হিরো আলমকে একটি গাড়ি উপহার দিয়েছেন। সেই গাড়ি হিরো আলম বুঝেও পেয়েছেন। গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় কিছু খরচ করতে হবে। তবে ওই গাড়িটা অ্যাম্বুলেন্স হিসেবে দানের জন্য ঘোষণাও দিয়েছেন তিনি। কিন্তু কথা হলো হবিগঞ্জ থেকে নিজ এলাকায় নিয়ে কোথায় রেখেছেন গাড়িটা?
জানা গেছে, বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেখেছেন উপহার পাওয়া গাড়িটি। তবে তার গাড়িটি দিয়ে এখনই কোন রোগী সেবা নিতে পারছেন না। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) হিরো আলম নিজেই বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
হিরো আলম জানান, গাড়ির কাগজপত্র নিয়ে কিছু ঝামেলা আছে। ঝামেলা মুক্ত করার পর গাড়িটি কিছুটা মেরামত করতে হবে। তাছাড়া ১০ বছরের ট্যাক্সও বাকি। এ বিষয়গুলো আগে জানা ছিল না। তাই সেবা দিতে কিছুটা বিলম্ব হবে।
তিনি আরও জানান, গাড়িটি অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হবে। যা উত্তরাঞ্চলের দুঃস্থ রোগীদের সেবায় ব্যবহৃত হবে। আর উপহার দেওয়া মাদরাসা শিক্ষকের নাম এম. মুখলিছুর রহমান।
আরও পড়ুন:
বিভি/এজেড
মন্তব্য করুন: