নীলফামারীতে ২০০ ভরি স্বর্ণের বার ও গাঁজাসহ আটক-৪

নীলফামারীর সৈয়দপুরে পৃথক দুইটি বাসে অভিযান পরিচালনা করে ২০ টি স্বর্ণের বারে প্রতিটিতে দশ ভরি করে দুই শত ভরি সোনা ও ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ডিএনসি)।
শনিবার ( ১১ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর- দিনাজপুর মহাসড়কের কামারপুকুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী বাসে তল্লাশি চালিয়ে এসব আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিধানিক দল। এসময় গাঁজাসহ দুই নারী ও স্বর্ণের বারসহ ২ পুরুষকে আটক করা হয়।
স্বর্ণের বারসহ আটককৃতরা হলেন, মানিকগঞ্জের গোবিন্দল সিংগাইর থানার মো. সুমন আলীর ছেলে আব্দুর রহিম ও নুরুল্লাহ এর ছেলে মোহম্মদ উল্লাহ (২৬) এবং গাঁজাসহ আটকরা হচ্ছেন, পঞ্চগড়ের মোছা. সুমি (৩২) ও বাগেরহাটের মোছা. হাবিবা।
মাদক দ্রব্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি বিশেষ দল আজ দুপুরে সৈয়দপুর- দিনাজপুর মহাসড়কের কামারপুকুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আনা দিনাজপুর গামী সকল যানবহনে তল্লাশি শুরু করে। এ সময় নাবিল পরিবহনে পাশাপাশি দুটি সিটে বসে থাকা দুজনকে তল্লাশি করার সময় তাদের বেল্টের সাথে লাগানো ১৫টি সোনার বার উদ্ধার করে।
পরে থানায় নিয়ে এসে পুরো শরীর তল্লাশি করে আরও ৫ টি সোনার বার পাওয়া যায়। মোট দুই শত ভরি সোনা উদ্ধার করে। একই সময় আরো একটি পরিবহন সাগরিকা এক্সপ্রেসে তন্মাশি চলালে দু’জন নারীর কাছে ৫ কেজি গাঁজা পাওয়া যায়। এঘটনায় সৈয়দপুর থানায় স্বর্ণ চোরাচালান রোধ আইনে ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক ৪ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ শরিফ উদ্দিন জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ২০ টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এছাড়াও পৃথক ভাবে ৫ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: