বোরহানউদ্দিনে বিএনপির পদযাত্রায় আ.লীগের হামলা, আহত ২৫

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিনে পথযাত্রায় আওয়ামী লীগের হামলায় দলটির ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার পাঁচটি ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের তিনজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মিরাজ শরীফ নামের একজনকে গুরুতর আহতাবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা হলেন- মো. মোসলেউদ্দিন কাজী, মো. ফরিদ ও মো. আল-আমিন।
সারা বাংলাদেশে বিএনপির ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বোরহানউদ্দিন ৯টি ইউনিয়নে পথযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা সুষ্ঠভাবে সম্পন্ন হলেও পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগের হামলার অভিযোগ করেছে বিএনপি।
ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে পক্ষিয়া: বর্তমান ও সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদারের নেতৃত্বে, বড় মানিকা: কামাল মেম্বারের নেতৃত্বে, সাচরা: মহিন ও আলমের নেতৃত্বে, দেউলা: হাজিরহাট বাজার সংলগ্নে আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতৃত্বে ও কাচিয়া ইউনিয়নে: জসিমের ছেলে শাওনের নেতৃত্বে দুপুরে এর পর ভিন্ন ভিন্ন সময় এই হামলা করা হয়।
পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার বলেন, হামলার কোন ঘটনাই আমি জানি না।
অপরদিকে, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান বলেন, ‘আমাদের সুশৃঙ্খল পথযাত্রা আওয়ামী লীগের সহ্য হয় না। এরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে পেশিশক্তি ব্যবহার করে।’
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়ার কাছে হামলার বিষয় জানতে চাওলে তিনি বলেন, ‘বিএনপির কর্মসূচি হয়েছে তবে হামলার কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
বিভি/এফবি /এইচএস
মন্তব্য করুন: