শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় খালের পানিতে পড়ে মারা গেছে ১৯ মাস বয়সী আইমান খান নামে এক শিশু। শিশুটিকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিসৎক। ঘটনাটি ঘটেছে রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামে। নিহত আইমান ওই গ্রামের হাফেজ মাহামুদুল হাছানের ছেলে।
শিশুটির চাচা মো. শাহিন খান জানান, তাদের বাড়িতে পারিবারিক অনুষ্ঠান চলছিল। বাড়ি ভর্তি মেহমান ছিলো যে কারণে সাবাই ব্যস্ত ছিলেন বিভিন্ন কাজে। শিশুটি কখন যে বাড়ির পেছনের খালে গিয়ে পড়েছে তা কেউ টের পায়নি। দুপুর দেড়টার দিকে আইমানকে কোথাও না দেখে খোঁজাখুজি শুরু হয়। এক পর্যায়ে বাড়ির পাশ্বের খালে তল্লাশি করে তাকে পাওয়া যায়। এর পর দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: