দুই বউ নিয়ে ঝামেলা, জীবন দিলেন স্বামী

দুই বউ নিয়ে বেশ ঝামেলায় দিন কাটছিলো কুদ্দুস বিশ্বাসের (৪৮)। যন্ত্রণা সইতে না পেরে তিনি গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারীতে।
নিহত কুদ্দুস বিশ্বাস ওই গ্রামের বাদশা বিশ্বাসের ছেলে। তার দুই পক্ষের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। পেশায় কৃষিজীবী।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়নগর এলাকার একটি মেহেগনি বাগান থেকে কুদ্দুস বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা বলছেন, দুই বিয়ের কারণে সংসারে কলহ লেগেই থাকত। সে কারণেই কুদ্দুস বিশ্বাস আত্মহত্যা করেছেন। এর আগেও একাধিকবার সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিল।
বোয়ালমারীর জয়নগর পুলিশ ফাঁড়ির এসআই সুব্রত বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: