• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সুন্দরবনে ১৩ পর্যটকসহ নদীতে উল্টেগেল জালি বোট

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৬:৩৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
সুন্দরবনে ১৩ পর্যটকসহ নদীতে উল্টেগেল জালি বোট

পর্যটকবহনকারী উল্টে যাওয়া জালিবোট

সুন্দরবনে দেখতে আসা ১৩ জন পর্যটন নিয়ে নদীতে উল্টেগেল পর্যটক বহনকারী একটি জালিবোট। এ সময় নদীতে পড়ে যাওয়া পর্যটকদের দ্রুত উদ্ধার করে নৌপুলিশ। 

শুক্রবার( ২৪ ফ্রেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে মোংলা পিকনিক কর্ণার থেকে জালিবোটে করে মেহেরপুর থেকে আসা ১৩ জন পর্যটক সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর পর্যটন নিয়ে সুন্দরবনের করমজলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জালিবোটটি কিছু দূর যেতেই মোংলা নদী ও পশুর নদীর মোহনায় পৌঁছালে উল্টে যায়। 

এ সময় পর্যটকরা নদীতে পড়ে যায়। সাঁতরিয়ে তীরে উঠার চেষ্টা করে। বিষয়টি পিকনিক কর্ণারের দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের নজরে এলে তারা দ্রুত স্থানীয়দের সহায়তায় সকল পর্যটকদের উদ্ধার করে। 

টুরিস্ট পুলিশের এসআই মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মেহেরপুর জেলার গাংনী উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আলমগীর কবিরের নেতৃত্বে ১৩ সদস্যের একটি পর্যটকের দল সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলা বন্দরের পিকনিক কর্ণারে আসে। সকালে তারা একটি জালিবোট যোগে সুন্দরবনের করমজল ইকোপার্ক ও কুমির প্রজনন কেন্দ্র ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়। তবে টুরিস্ট বোটটি নদীর মোহনায় পৌঁছলে পর্যটকরা সকলেই বোটের ছাদের একপাশে অবস্থান করায় বোটটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এসময় আশেপাশে অবস্থান করা অন্যান্য টুরিস্ট বোটের চালকদের সহায়তায় তাদের সকলকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটানা ঘটেনি। তারা সকলে সুস্থ আছেন বলেও জানান টুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন: 

বিভি/জেইউ/এইচএস

মন্তব্য করুন: