• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভিক্ষুকের কোলে ৬ মাসের বাচ্চা রেখে পালিয়েছে মা

প্রকাশিত: ২০:৩২, ১ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ভিক্ষুকের কোলে ৬ মাসের বাচ্চা রেখে পালিয়েছে মা

ভিক্ষুকের কোলে ৬ মাসের বাচ্চা্ রেখে পালিয়েছে মা। ঘটনাটি লক্ষীপুর পৌরসভার মজুপুর এলাকার। বুধবার (১ মার্চ) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। 

বর্তমানে শিশুটি পুলিশি হেফাজতে রয়েছে। লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ গণমাধ্যমকে জানান, শিশুটির মায়ের পরিচয় নিশ্চিতের জন্য আশেপাশের লোকজনের সাথে কথা বলে হয়েছে। সঠিক পরিচয় নিশ্চিতের পর তাকে হস্তান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

স্থানীয়রা জানায়, দীর্ঘ সময় ধরে বৃদ্ধা সালমা শিশুটিকে নিয়ে বসে ছিল। পরে শিশুটিকে রেখে তার মা পালিয়ে গেছে বলে আশপাশের লোকজনকে জানান তিনি। খবর পেয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পৌঁছে বৃদ্ধা সালমার সঙ্গে কথা বলেন। পরে তিনি বিষয়টি লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: