• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভাইস চেয়ারম্যানকে ইউএনও’র থাপ্পড়, তদন্ত করবে জেলা প্রশাসন

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত: ২২:৪২, ২ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ভাইস চেয়ারম্যানকে ইউএনও’র থাপ্পড়, তদন্ত করবে জেলা প্রশাসন

বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন কর্তৃক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে থাপ্পড় দেওয়ার ঘটনা সরেজমিন তদন্ত করবে জেলা প্রশাসন। 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন এবং সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে শুনানীতে অংশগ্রহনের জন্য চিঠি দেওয়া হয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, শুক্রবার (৩ মার্চ) সকাল ১০টায় ফকিরহাট বিশ্বরোড সংলগ্ন এলএসডি গোডাউন (কাঠালতলা) সংলগ্ন ঘটনাস্থলে সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমানের গায়ে হাত তোলার ঘটনার সরেজমিন তদন্ত করা হবে। 

এসময় প্রয়োজনীয় ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে শুনানিতে অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে বেলা ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের শুনানি গ্রহণ করা হবে। উভয়কে স্বাক্ষী প্রমাণাদিসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। 

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2