• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাভিশনে সংবাদ প্রকাশ

আশঙ্কাই সত্যি হলো, দীঘিনালার মাইনী বেইলী সেতু ভেঙে নদীতে ট্রাক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৯, ৭ মার্চ ২০২৩

আপডেট: ১২:৫৩, ৭ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
আশঙ্কাই সত্যি হলো, দীঘিনালার মাইনী বেইলী সেতু ভেঙে নদীতে ট্রাক

সেতু ভেঙে নদীতে ট্রাক

আশঙ্কা জানানোর পাঁচ দিনের মাথায় ধসে পড়েছে খাগড়াছড়ির দীঘিনালার মাইনী বেইলী সেতু। চলতি মাসের ২ মার্চ ভেঙে পড়ার আশঙ্কা জানিয়েছে  বাংলাভিশনে একটি প্রতিবেদন প্রচারিত হয়।

এদিকে আজ পাথর বোঝাই একটি ট্রাকসহ খাগড়াছড়ির দীঘিনালার মাইনী বেইলী সেতু ধসে পড়েছে। এতে রাঙামাটির সাজেক ও বাঘাইছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

সেতুরে একটি অংশ ভেঙে ট্রাক নদীতেমঙ্গলবার (৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে একটি পাথর বোঝাই ট্রাকসহ বেইলী সেতুটি ধসে পড়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ১০টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক বেইলী সেতুতে উঠলে সেতুটি ধসে পড়ে। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সেতুর দুপাড়ে কয়েকশ পর্যটক আটক পড়েন। দুর্ঘটনার পর বাঘাইছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

দুপাড়ে আটকা পড়েছেন কয়েকশ পর্যটকখাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, ধসে পড়া বেইলী সেতুটি দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘ ৩ দশকের বেশী সময় আগে অস্থায়ীভাবে নির্মিত মাইনী বেইলী সেতুটি ২০১৭ সালের ২৭ অক্টোবর কাঠ বোঝাই ট্রাকসহ আরো একবার ধসে পড়েছিল। সে সময় সাজেক পর্যটন কেন্দ্রসহ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ সাতদিনের বন্ধ ছিল। 

বিভি/এইচএমপি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2