লালমনিরহাটে তামাক চাষীদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানিগুলোর সঙ্গে সম্পৃক্ত লাখো শ্রমিকের অস্তিত্ব রক্ষার্থে এবং তামাক শিল্প বাঁচিয়ে রাখার দাবিতে লালমনিরহাটে তামাক চাষিরা মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে লালমনিরহাটের প্রাণকেন্দ্র মিশন মোড়ে দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতির উদ্যোগে ৫ উপজেলার কৃষকরা রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন।
এসময় কৃষকরা দেশের বেশিরভাগ তামাক চাষির রুটি-রুজি রক্ষায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ দাবি করেন। সমিতির লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক মো. অহেদ আলীর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বিদেশি মনোপলি ব্যবসা বন্ধ করে শতভাগ দেশীয় মালিকানাধীন তামাক শিল্প রক্ষা, দেশীয় তামাক শিল্প রক্ষায় প্রতিযোগিতা আইনের সঠিক বাস্তবায়নসহ বিভিন্ন দাবি জানানো হয়।
বিভি/টিটি
মন্তব্য করুন: