প্রধানমন্ত্রীকে হেয় করে বক্তৃতা দিয়ে বিপাকে আওয়ামী লীগ নেতা!

প্রতীকী ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দেওয়ার অভিযোগে বরগুনায় এক আওয়ামী লীগ নেতার নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলার আবেদন করেছেন আরেক আওয়ামী লীগ নেতা।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত পরবর্তী কর্মদিবসে আদেশের দিন নির্ধারণ করেন।
মামলার আবেদনে অভিযুক্ত করা হয়েছে বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. ছালাম মোল্লাকে। তিনি গাজীপুর গ্রামের আ. ছাত্তার মোল্লার ছেলে। আদালতে মামলাটির আবেদন করেন একই উপজেলার চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আলতাফ হাওলাদার। তিনি চাওড়া ইউনিয়নের ঘটখালি কালীবাড়ি এলাকার মরহুম মোসলেম আলী হাওলাদারের ছেলে।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, আমতলী উপজেলা পরিষদের পুনর্নির্বাচন উপলক্ষে গত ২৮ ফেব্রুয়ারি আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পথসভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. ছালাম মোল্লা প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাই এ ঘটনার প্রতিকার চেয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে মামলার আবেদনে।
তবে এ বিষয়ে অভিযুক্ত আ. ছালাম মোল্লার বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার কল দিলে বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মামলার আবেদনকারী মো. আলতাফ হাওলাদার বলেন, ‘আ. ছালাম মোল্লা প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দার ঝড় ওঠে। তার বক্তব্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি আইনের আশ্রয় নিয়েছি। পরবর্তী কর্মদিবসে আদালত এ বিষয়ে আদেশ দেবেন।’
বিভি/টিটি
মন্তব্য করুন: