• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে হেলমেট বিতরণ

বাসস

প্রকাশিত: ১৭:০২, ১২ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে হেলমেট বিতরণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ট্রাফিক আইন মেনে চলতে সামাজিক সচেতনতার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে শতাধিক নেতাকর্মীর মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ মার্চ) বেলা ১১ টার দিকে জেলা ছাত্রলীগের ব্যানারে শহরের উত্তর তেমুহনী এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এসময় মোটরসাইকেলের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও আরোহীদের হেলমেট ব্যবহারে জোরালো আহবান জানিয়েছে অতিথিরা।

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম  সালাহ্ উদ্দিন টিপু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন প্রমুখ।

বিভি/এজেড

মন্তব্য করুন: