• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একজন শ্রমিক নিহত, আহত ১৩

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ২২:৪৪, ১৩ মার্চ ২০২৩

আপডেট: ২২:৫৪, ১৩ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একজন শ্রমিক নিহত, আহত ১৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সিজুগ ছড়া উদয়পুর সীমান্ত সড়কের দাড়িপাড়া এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ১৩ জন শ্রমিক। তারা সবাই সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ছিলো বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

সোমবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশের একটি টিম আহতদের উদ্ধার করে চাঁদের গাড়িযোগে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা সীমান্ত সড়কের কাজ শেষে ঢ্রাম ট্রাকে করে ফেরার পথে উঁচু পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। ফলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের অবস্থাও আশঙ্কাজনক, মৃতের সংখ্যা বাড়তে পারে। ট্রাকে ৩১ জন শ্রমিক ছিলো বলে জানা যায়।

বিভি/এইচএম/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2