ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার কারখানা ভস্মীভূত

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার কারখানা পুড়ে গেছে। সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ৭ টায় শহরের স্বনির্ভর রোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ন্যাশনাল তুলা কারখানার মালিক মো. আনিস মালিক জানিয়েছে। কারখানার শ্রমিক মদু সেন বলেন, হঠাৎ করেই তুলা কারখানায় আগুন লেগে মুহূর্তে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের সদস্য রেজওয়ান আহমেদ বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছেছি। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়েছে। কি কারণে আগুনের সুত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
বিভি/এমএইচ/এইচএস
মন্তব্য করুন: