• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলি, হাসপাতালে ২০

প্রকাশিত: ১৪:৫৭, ১৬ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলি, হাসপাতালে ২০

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন উভয়পক্ষের প্রায় ২০ জন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ছয়জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, কয়েক বছর ধরে উপ্তিরপাড় গ্রামের সাইফুল ইসলাম ও আলী আহমদের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জেরে বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের মধ্যে বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নুর আলম, আলী পাশাসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এ ছাড়াও প্রায় ২০ জন আহত হয়েছেন। পরে আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনুপম রায় বলেন, মারামারির ঘটনায় হাসপাতালে বেশ কয়েকজন লোক এসেছেন। তাদের শরীরে গুলিবিদ্ধের মতো চিহ্ন রয়েছে। পরে তাদের সিলেটে রেফার্ড করা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে উপ্তিরপাড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। আহত কয়েকজনকে সুনামগঞ্জ ও সিলেটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: