• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, যাত্রীদের স্বস্তি

প্রকাশিত: ০৯:১৯, ২০ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, যাত্রীদের স্বস্তি

হবিগঞ্জে শ্রমিকদের ডাকা অর্নির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) রাত ৮টায় জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

সোমবার (২০ মার্চ) সকাল থেকে যথারীতি হবিগঞ্জে সব ধরনের গণপরিবহন চলাচল করছে। এতে করে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে।

এর আগে, শনিবার (১৮ মার্চ) হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্কিংসহ ৯ দাবিতে হবিগঞ্জে অনির্দিষ্টকালের শ্রমিক কর্মবিরতি ধর্মঘট ডাক দেয়া হয়। রবিবার (১৯ মার্চ) ভোর থেকে এই কর্মবিরতি শুরু হয়। তবে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করায় সোমবার থেকে কাজে ফিরছেন পরিবহন শ্রমিকরা।

জানা যায়, সন্ধ্যায় জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে এক জরুরি সভায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন শ্রমিক নেতারা।

সভায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, এনএসআইর সহকারী পরিচালক মো. আজমুল হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান, বিআরটিএ হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মু. হাবিবুর রহমান, হবিগঞ্জ মটর মালিক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরীসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: