ইঞ্জিনভ্যানের চাকায় পিষ্ট হয়ে সাইকেল চালক কিশোর নিহত

সাতক্ষীরায় ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মো. পারভেজ (১৫) নামে সাইকেল চালক এক কিশোর নিহত হয়েছে। সোমবার (২০ মার্চ) রাত ১০ টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় সম্রাট প্লাজা হোটের সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়কে এঘটনা ঘটে।
নিহত পারভেজ সে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পরানদহা গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, কিশোর পারভেজ সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় এলাকা থেকে সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাত ১০টার দিকে শহরের পলাশপোল এলাকায় সম্রাট প্লাজা হোটের সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়কে পৌছালে দ্রুত গতির একটি ইঞ্জিনভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন পুলিশ অফিসারকে পাঠানো হয়েছে। সাইকেল চালক কিশোরকে চাপা দিয়ে ইঞ্জিনভ্যানটি পালিয়ে গেছে।
বিভি/এজেড/এইচএস
মন্তব্য করুন: