• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাস দুর্ঘটনায় ২০ যাত্রী নিহতের ঘটনায় প্রতিবেদন জমা তদন্ত কমিটি’র

প্রকাশিত: ১৪:১২, ২২ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
বাস দুর্ঘটনায় ২০ যাত্রী নিহতের ঘটনায় প্রতিবেদন জমা তদন্ত কমিটি’র

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় ২০ যাত্রী নিহতের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। এতে বলা হয়েছে মেয়াদোত্তীর্ণ যান ও ভেজা সড়ক মাদারীপুরের সড়ক দুর্ঘটনার কারণ।

বুধবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের কাছে ওই প্রতিবেদন জমা দেয়া হয়। মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসটির ছিন্নভিন্ন অংশ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে। এতে দুর্ঘটনার তিনটি কারণ ধরা পড়েছে। ইমাদ পরিবহনের বাসটির ফিটনেস ও চালকের লাইসেন্স না থাকা, বেপরোয়া গতি ও বৃষ্টিতে মহাসড়ক পিচ্ছিল থাকাকে এ দুর্ঘটনার অন্যতম কারণ বলে চিহ্নিত করা হয়েছে। গত রবিবার সকালে কুতুবপুর এলাকায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ২০ জন নিহত হন। এ ঘটনায় সোমবার বাস মালিককে আসামি করে মামলা করেছে হাইওয়ে পুলিশ। 

বিভি/রিসি

মন্তব্য করুন: