• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

থানচি বাজারে অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান পুড়ে ছাই

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৪, ২৫ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
থানচি বাজারে অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান পুড়ে ছাই

থানচি বাজারে অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান পুড়ে ছাই

বান্দরবানের থানচির বাজারে আগুন লেগেছে। শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে থানচি বাজারের টিএন্ডটিপাড়ার একটি চা দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বান্দরবান ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার মো. ইসমাইল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে থানচি বাজারের টিএন্ডটিপাড়ার দক্ষিণ কোণের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তার আগেই বাজারে ৫০টি দোকান পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে গত ২৩ মার্চ থানচির বলিপাড়া ইউনিয়নের বলি বাজারে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে যায়।

বিভি/টিটি

মন্তব্য করুন: