সেনাবাহিনীর উদ্যোগে ১১টি মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ

বান্দরবান সেনা সদর জোনের উদ্যোগে বান্দরবান সদর উপজেলার ১১টি মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বান্দরবান সদর সেনা জোনে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার পরিচালকদের হাতে এই ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।
এ সময় প্রধান অতিথি বলেন, সেনাবাহিনী সব সময় মানব কল্যাণে কাজ করে। যেখানে দুর্যোগ সেখানে সেনাবাহিনী । তবে বান্দরবান একটি অশুভ ক্রান্তিকাল অতিক্রম করছে। সন্ত্রাসীরা সেনা সদস্যসহ নিরীহ ও সাধারণকে হামলা চালিয়ে হত্যা করছে। চলমান এই পরিস্থিতি উত্তোরন ও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়ার কোন বিকল্প নেই। তাই সেনাবাহিনীকে বিপদমুক্ত রাখতে প্রতিটি মাদ্রাসায় দোয়া দরুদ পড়ার জন্য আলেমদের প্রতি আহবান জানান।
ইফতার বিতরণ অনুষ্ঠানে সেনা সদর জোনের উপ-অধিনায়ক ও এ্যাডজুটেন্টসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: