• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাবাকে বাঁচাতে রক্তদান, ১২ ঘণ্টা পর ছেলের মৃত্যু

প্রকাশিত: ১২:৫৩, ২৭ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
বাবাকে বাঁচাতে রক্তদান, ১২ ঘণ্টা পর ছেলের মৃত্যু

বাবাকে বাঁচাতে রক্তদান, ১২ ঘণ্টা পর ছেলের মৃত্যু

পাবনার সাঁথিয়া উপজেলায় হাসপাতালে অসুস্থ বাবাকে রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পরই রক্তদাতা ছেলের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ মার্চ) সকালে আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে রবিবার (২৬ মার্চ) রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ব্যক্তি উপজেলার আতাইকুলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের নজু শেখের ছেলে মজনু শেখ (৪২)। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।

মজনু শেখের মামা মনছুর আলী ঝন্টু জানান, মজনু ঢাকায় গাড়ি চালাতেন। তার বাবার অসুস্থতার কথা শুনে গ্রামে আসেন। অসুস্থ বাবার চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। রবিবার দুপুরে তার বাবাকে নিজেই রক্ত দেন। রক্ত দিয়ে মজনু হাসপাতাল থেকে বাড়ি যান। পরে বিশ্রাম না নিয়েই খেতে যান পেঁয়াজ তুলতে। সেখানে অসুস্থ বোধ করেন। পরে তাকে পরিবারের সদস্যরা বিকালে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও জানান, শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহীতে রেফার করেন। পরে রোববার রাতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত ২টায় মারা যান তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন: