• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছাত্রলীগের হামলায় পিরোজপুরের বিএনপির ৫ কর্মী আহত: গাড়ি ভাংচুর

পিরোজপুর প্রতিনিধি 

প্রকাশিত: ২২:৫১, ১ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
ছাত্রলীগের হামলায় পিরোজপুরের বিএনপির ৫ কর্মী আহত: গাড়ি ভাংচুর

পিরোজপুরে বিএনপি’র ডাকা অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় ৫ কর্মী আহত। এসময় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন এর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় সুমনের গাড়ির চালক ও ব্যক্তিগত সহকারী আহত হয়। শনিবার (১ এপ্রিল) বিকালে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হামলার এ ঘটনা ঘটে। 

জানা যায়, জেলা বিএনপির আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে বিকাল পৌনে চারটার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক এবং সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল এর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীর। কর্মসূচিতে অংশ নিতে যাওয়া পথে ছাত্রলীগের নেতাকর্মীরা ৫০ টির মত মোটরসাইকেলযোগে এসে অতর্কিতভাবে তার গাড়িটিতে ভাঙচুর চালায়। এতে তার গাড়ির চালক মনির হোসেন এবং ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদিনসহ ছাত্রদলের ৫ জন নেতাকর্মী আহত হয়। 

জেলা বিএনপি সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জানান, সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবিতে কেদ্রীয় কর্মসূচির শুরুর আগ মুহুর্তে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা গুরুতর আহত হয়। এছাড়া ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সোহেল মঞ্জুর সুমনের উপর হামলা চালিয়ে তার গাড়ি ভাংচুর করে। 

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের প্রবেশের সময় পোষ্ট অফিস সড়কে এলে বিএনপির-ছাত্রদলের লোকজন সড়ক অবরোধ করে রাখে। এ সময় তাদের প্রতিহত করে দেওয়া হয়। গাড়ি ভাংচুরের বিষয়ে তারা কিছুই জানে না। বিএনপি’র লোকজন নিজেরাই গাড়ি ভেঙে ছাত্রলীগের উপর এর দায় চাপাচ্ছে। 

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, দুই পক্ষের মধ্যে একটি ঝামেলা সৃষ্টি হয়েছিল। এ সময় কে বা কারা ইট ছুড়ে একটি গাড়ির গ্লাস ভেঙেছে তা নিশ্চিত হওয়া যায় নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
 


 

বিভি/রিসি

মন্তব্য করুন: