• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নদীতে বৈসাবি ফুল ভাসাতে গিয়ে আনন্দ পরিণত হলো বিষাদে

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৩৭, ১২ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
নদীতে বৈসাবি ফুল ভাসাতে গিয়ে আনন্দ পরিণত হলো বিষাদে

নদীতে ফুল ভাসাতে গিয়ে পানিতে ডুবে মৈত্রী চাকমা (৭) নামে শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ এপ্রিল) খাগড়াছড়ি সদরের কমলছড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৈত্রী চাকমা কমলছড়ি এলাকার বাসিন্দা রতন চাকমা ও মনীষা চাকমার একমাত্র মেয়ে।

জানা গেছে, বান্ধবীদের সঙ্গে ফুল তুলে চেঙ্গী নদীতে ভাসাতে যাওয়ার জন্য মৈত্রী চাকমা আগের রাতে মা-বাবাকে বলে রেখেছিল ভোর বেলায় ঘুম থেকে জাগিয়ে দেওয়ার জন্য। তাই মেয়েকে ঘুম থেকে জাগিয়ে সুন্দর সাজিয়ে দিয়েছিলেন মা মনীষা চাকমা। 

স্থানীয়রা জানায়, সকাল আটটার দিকে ৩/৪ জন বান্ধবী মিলে চেঙ্গী নদীতে ফুল ভাসাতে যায়। এসময় পা পিছলে মৈত্রী চাকমা গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা বান্ধবীরা পাশের সড়ক দিয়ে হেঁটে যাওয়া ব্যক্তিদের ডাকেন। স্থানীয় লোকজন সবাই মিলে এক ঘণ্টা চেষ্টার পর তার লাশ উদ্ধার করেন।

রতন চাকমার ভাই জ্ঞান জ্যোতি চাকমা বলেন, ‘মৈত্রী চাকমা কমলছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তাদের বড় মেয়েও দুই বছর আগে অসুস্থ হয়ে মারা গেছে। মেয়েকে হারিয়ে বিলাপ করছে রতন চাকমা। মেয়ের বিজুর নতুন ড্রেস ধরে লাশের পাশে বসে আছে তিনি। খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত বছরও নদীতে ফুল ভাসাতে গিয়ে এক কিশোর পানিতে ডুবে মারা যায়।

বিভি/এইচএম/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2