টানা ১৩দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা একই জেলায়

ফাইল ছবি
সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড দাবদাহে থমকে গেছে চুয়াডাঙ্গার জীবনযাত্রা। টানা ১৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা জেলায়। আজ শুক্রবার (১৪ এপ্রিল) জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস।
তীব্র তাপপ্রবাহে ব্যাহত হচ্ছে কৃষিসহ স্বাভাবিক কাজকর্ম। বেড়েছে ডায়রিয়া, জ্বর, সর্দিসহ নানা রোগ। ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুট্টা, ধান, গমসহ মাঠের অন্যান্য ফসল। ঝরে পড়ছে আম ও লিচুর গুটি।
আগের সব রেকর্ড ভেঙে চলতি মৌসুমে ২ এপ্রিল থেকে একটানা চুয়াডাঙ্গাতেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছেন আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।
এছাড়া, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: