• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবছরই সান্ধ্যকালীন চিকিৎসা সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৬, ১৫ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
এবছরই সান্ধ্যকালীন চিকিৎসা সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এবছরই দেশের সব জেলা ও উপজেলা হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম চালু করা হবে। শনিবার (১৫ এপ্রিল) মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে দেশের ৮টি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরির উদ্বোধনকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘রোগী ও রোগীর স্বজনরা বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসকদের সেবা নিতে গিয়ে নানাধরণের হয়রানীর শিকার হচ্ছেন। তাদের ভোগান্তি লাঘবের জন্য আমরা সান্ধ্যকালীন চিকিৎসাসেবার কথা চিন্তা করেছি। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে সান্ধ্যকালীন সেবা চালু হয়েছে। রোগীরা সেবা পাচ্ছেন। এই কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে চাই। আশাকরি এবছরের সারাদেশে এই সেবা চালু হয়ে যাবে।'

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশের ৮টি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব এবং ৩৭টিতে ই-লাইব্রেরি চালু হওয়ার মধ্যদিয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ডিজিটাল ও স্মার্ট পদ্ধতিতে শিক্ষালাভের সুযোগ পেলো। উন্নত দেশগুলোর মতো সুবিধা পেতে শুরু করলো। এই উন্নত পদ্ধতি পর্যায়ক্রমে দেশের অন্যান্য মেডিকেল কলেজেও চালু হবে।’

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মো. টিটো মিয়া, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব আবুল বাশার জামান, মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ জাকির হোসেন, কর্নেল মালেক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডাঃ আরশ্বাদ উল্লাহ, সিভিল সার্জন ডাঃ মোয়াজেম আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী প্রমুখ।

বিভি/এএইচ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2