মান্দায় ভিজিএফ-এর চাল বিতরণ

নওগাঁর মান্দায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গণেশপুর, নুরুল্যাবাদ, কালিকাপুর এবং কাশোঁপাড়া ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়নের অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব চাল বিতরণ করা হয়।
এসময় ৫ নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আলী, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু এবং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় ট্যাগ অফিসার রেজাউল করিম, এডওয়ার্ড বিনোদ সরেন, আব্দুল লতিফ এবং দূরুল হুদা, ইউপি সচিব রফিকুল ইসলাম, রেজাউল হক, জাহাঙ্গীর আলম ও সানোয়ার হোসেনসহ সকল ইউপি সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: