পাওনা টাকার জেরে দামুড়হুদায় ভয়ানক কাণ্ড

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক ব্যক্তিকে গলায় ধারালো অস্ত্র চালিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম কিতাব আলী।
দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মাঠ থেকে বুধবার (১৯ এপ্রিল) সকালে মাদক ব্যবসায়ী কিতাব আলীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে কাদিপুর গ্রামের মাঠে কিতাবের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরেদেহ উদ্ধার করে পুলিশ।
মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনা উদঘাটনে এরইমধ্যে কাজ করছে ঝিনাইদহ সিআইডি পুলিশের ক্রাইমসিন ইউনিট, পিবিআই পুলিশসহ জেলা পুলিশের একাধিক টিম।
নিহত কিতাব আলী জীবননগর উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন থেকে সে ও তার স্ত্রী মাদক ব্যবসা করছিলেন। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে জান্নাতুল ফেরদৌসী নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী কাউসার মোল্লার বিরুদ্ধে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। সকালে পৌর শহরের কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী কাউসার মোল্লা পলাতক।
বিভি/রিসি
মন্তব্য করুন: